সালাফীগণ কি আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছেন ?

সালাফীগণ ‘আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছেন’ এটা সালাফীদের প্রতি একটি মিথ্যা আরোপ।  এটা প্রত্যাখ্যান করেছেন শাইখ নাসির উদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ)। প্রশ্নকারী:  কুরুবিওন মালাইকারা কারা? আলবানী:  কুরুবিওন মালাইকারা কারা? আমি যতদুর জানি তাতে কোন হাদীসের মধ্যে এই নামে কোন মালাইকার সন্ধান পাই নি এবং তিরিশ বছরের হাদীস গবেষণায় শত শত মেনুস্ক্রিপ্ট পড়েছি কিন্ত এই নামটি আমার … More সালাফীগণ কি আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছেন ?

একটি আকীদাহ সংক্রান্ত সংশয় নিরসন

কুরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ বান্দার “সাথে” রয়েছেন বলা হয়েছে। এর অর্থ এই নয় যে, তিনি তাদের সাথে সংযুক্ত ও মিলিত অবস্থায় আছেন। কেননা, এরূপ অর্থ পূর্বসূরি বিদ্বানগণ কেউ করেন নি। পক্ষান্তরে এটা ভাষাগতভাবেও আবশ্যক নয়। আল্লাহ এই “সাথে” থাকার ব্যাখ্যা তিনি নিজেই করে দিয়েছেন। যেমন তিনি বলেনঃ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ۚ وَاللَّهُ بِمَا … More একটি আকীদাহ সংক্রান্ত সংশয় নিরসন